ঈদের মতো বড় উৎসব, এনে দিলো যে
তার জন্মদিনই বড় ঈদ, পালন করতে হবে।
ধর্ম প্রবর্তকের জন্মদিন, সবাই পালন করে
মুসলমানেরা গেছে পিছিয়ে, মুনাফেকে গেছে ভরে।
যার জন্য এই বিশ্ব জগৎ, সৃষ্টি করেন আল্লাহ্
তারে ভুললে চলবেনা আজ, সে যে হাবিবুল্লাহ্।
মসজিদ ভরা মুসুল্লি, ঈমানের স্বাদ নাই
মিলাদে মোস্তফা যাচ্ছে হারিয়ে, নবী প্রেম আজ নাই।
সাহাবায়ে কেরাম নবীজি কে, যেমন ভালো বাসতো
তেমন ভালো বাসা আমরা দেখালে, ধরা জান্নাত হতো।
ইয়া মোহাম্মদ মোস্তফা,  ইয়া কামলি ওয়ালা
আপনার প্রেম যার অন্তরে, সেই তো আল্লাহ ওয়ালা।
আপনার দয়ার ভিখারি মোরা, হে পেয়ারা নবী
আপনার পথে চলবো মোরা, এ হোক প্রাণের দাবী।
দয়া করে এই অধম রে, পায়ে দিয়েন ঠাঁই
মরণ কালে এক বার যেন,  আপনার দেখা পাই।
মদিনায় শুয়ে ইয়া উম্মাতি বলে, কাঁদছে দয়াল নবী
তার সুপারিশে পাব মুক্তি, শুভ হোক ঈদে মিলাদুন্নবী।