একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না
সাবধানে পথ চলুন যেখানেই যান না।
যদিও ভাগ্যে থাকলে দূর্ঘটনা ঠেকাতে কে পারবে?
তবু সাবধানের মার নাই মেনে চলতে হবে।
ট্রাফিক আইন মেনে যানবাহন হবে চালাতে
বেপরোয়া গাড়ী চালালে, জুটবেনা ভাত থালাতে।
ঘুম চোখে, নেশা খেয়ে চালাবেন না গাড়ী
তবে অকালে হারাবে প্রাণ, যাবে যমের বাড়ী।
কত নিরপরাধ জীবন কেড়ে নেয় দূর্ঘটনা
স্মৃতির পাতায় রয়ে যায় বিরহের ঘটনা।
যে ঘটনা দুঃখে ভরা তাহাই দূর্ঘটনা
পথ চলা হোক নিরাপদ- এই শুভ কামনা।