জীবন পথে চলতে গেলে আসে বাধা আসে ঝড়
তবু মানুষ বলে ধৈর্য্য ধর ধৈর্য্য ধর।
স্বার্থের টানে আপন মানুষ হয়ে যায় পর
তবু মানুষ বলে ধৈর্য্য ধর ধৈর্য্য ধর।
সারা দেশে চলছে সন্ত্রাস শহর থেকে গ্রামান্তর
তবু মানুষ বলে ধৈর্য্য ধর ধৈর্য্য ধর।
যদি বলি এসব অন্যায়ের নেই কি কোন অবসর?
তবু মানুষ বলে ধৈর্য্য ধর ধৈর্য্য ধর।
অত্যাচারীর কাছ থেকে ভালো মানুষ মার খায় জীবনভর
তবু মানুষ বলে ধৈর্য্য ধর ধৈর্য্য ধর।
ভালবাসা না পাওয়া গেলে ঘর হয় উজাড় ঘর
তবু মানুষ বলে ধৈর্য্য ধর ধৈর্য্য ধর।
প্রিয়া ছাড়া এ জীবন হয় মরুভূমির চর
তবু মানুষ বলে ধৈর্য্য ধর ধৈর্য্য ধর।
চারিদিকে চলছে বৈষম্য মন্ত্রীরা আছে দৌড়ের উপর
তবু মানুষ বলে ধৈর্য্য ধর ধৈর্য্য ধর।