এলো দেহে যৌবন কাল,মন হলো টাল মাটাল
দুনিয়া লাগে রং বেরংয়ের, কখন আসবে বিয়ের কাল।
একা ছিলাম যখন নিজেকে নিয়ে ব্যস্ত তখন
নেই কোনও পিছু টান, যেথায় খুশি সেথায় গমন।
নিজেকে নিয়ে ভাববার সময় নেই,নাম তার সংসার
সবাই আছে দৌড়ের উপর, কে খবর রাখে কার,,?
সংসারে চাহিদার নেই কোনও শেষ
ভিতরে থাকলে বুঝা যায়, বাহির দেখে লাগে বেশ।
এখন ব্যস্ততা সাংসারে,জানি না সময় কিভাবে যায়?
তাই বলি,দিল্লির লাড্ডু যে খায় সে পস্তায়
আর যে না খায় সেও পস্তায়।