এ বিশ্ব ভুবনে তুমি একমাত্র বস্তু
যা কিনা চুম্বকের সাথে তুলনীয়।
তোমার আকর্ষণী ক্ষমতা তীব্র ভাবে
আকর্ষণ করে আমাকে।
সে এক অদৃশ্য শক্তি যা চোখে দেখা যায় না।
কি আছে? সেই রক্তে বা সেই ত্বকে!
যার জন্য এত আর্তনাদ এত হাহাকার
শত প্রেমীকের -
ক্যামপাসের কাটার মতো শুধু তোমার দিকেই
দিক নির্দেশ করে আমার মন।
যার স্হায়ীত্ব নাই তার জন্য এত চিৎকার কেন?
কি আছে তোমার? ঘন কালো কেশ,ঠোঁটে মৃদু হাসি
সোহাগ দেবার মতো একটি নরম দেহ -
গর্ব করো না এ সব নিয়ে
যার কিনা শেষ পরিনতি মৃত্তিকা
মৃত্তিকা শুধুই মৃত্তিকা।