আর কতকাল চলবে এমন স্বাধীন স্বাধীন খেলা
৫২ হতে শুরু করে ২৪ সাল অবধি কেটে যায় যে বেলা।
'হায় অভাগা দেশ' বলে নবাব সিরাজ প্রাণ ত্যাগ করে
সত্যি কি আমরা অভাগা জাতি? দূর্নীতি সব ঘরে ঘরে।
শান্তি কোথায়? ছোট্ট একটি দেশে
কেউ থাকতে চায়না, একসাথে মিলেমিশে।
সব দলে চায় ক্ষমতা, সবাই বলে ভালো
দেশের কথা ক'জন ভাবে, জ্বালো আগুন জ্বালো।
ছাত্র রা আজ লেখা পড়া ছেড়ে করছে মারামারি
আন্দোলন ভয়াবহ, পালিয়ে যায় মন্ত্রী রা দেশ ছাড়ি।
সুজলা সুফলা শস্য শ্যামল ফসল যাচ্ছে হারিয়ে
দেশের অর্থ করে পাচার প্রধানমন্ত্রী যাচ্ছে বিদেশ পালিয়ে।
ছাত্র রা আজ দেশের হাল শক্ত হাতে ধরতে চায়
সবাই মিলে সাহায্য করি যার যত সাধ্য কুলায়।
কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে স্বাধীন রাষ্ট্র গড়ি
সুন্দর একটি দেশ গড়তে আমরা শপথ করি।