আকাশ অন্ধকার হয়ে কালো মেঘে ছেয়ে যায়
মনে হয় বৃষ্টি হবে, ধরিত্রীর বৃক্ষপত্র খুশিতে নেচে যায়।
ঝুম ঝুম বৃষ্টির শব্দ মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে
ছোট ছোট বালক গুলো বৃষ্টিতে ভিজে খেলা করে
এক সময় এমন কত খেলেছি বৃষ্টিতে ভিজে
আজও মনে পড়ে সেই দিন গুলির কথা।
এখন বৃষ্টি দেখে কবিতা লিখতে ইচ্ছে করে
প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য্য এই বৃষ্টি
কবি সাহিত্যিকরা বৃষ্টি কে নিয়ে কত কবিতা গল্প লিখেছে
আজ আমি বৃষ্টি কে ঘিরে কবিতা লিখতে পারছিনা কেন,,?
যেখানে বৃষ্টির পরশ পেয়ে সমগ্র প্রকৃতি আনন্দে সিক্ত হয়
সেখানে বৃষ্টি নিয়ে কবিতা লিখতে না পারায়
আমার মনে ঝড়ের সৃষ্টি হয়।
শুনেছি কবি রা বৃষ্টির গান শুনতে পায়
রিমঝিম রিমঝিম বৃষ্টির গানে কবিদের মন ছুঁয়ে যায়
হে বৃষ্টি! আমিও তোমাকে আলিঙ্গন করতে চাই
অনুভবে সিক্ত করতে চাই মন প্রাণ।
তবে কি আমার মন বৃষ্টির সৌন্দর্যের পরশ পাচ্ছে না?
আমারও সাধ জাগে হে বৃষ্টি! তোমাকে নিয়ে কবিতা লিখি
কেননা আমিও যে কবি।