লক্ষ শহীদের আত্মত্যাগে ফিরে পেলাম আমরা বিজয়
পাক হানাদার বর্বরতার হলো অবসান নির্মম  পরাজয়।
বিজয় নিশান ওড়ে এখন মুক্ত স্বাধীন বাংলাদেশে
সারা পৃথিবী থাকে তাকিয়ে দেখে মোদের বিজয়ের বেশে।
বিশ্ব মানচিত্রে আমরা এখন স্বাধীন বিজয়ী দেশ
সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা দেশ।
বুকের তাজা রক্তে গড়া বিজয়ের ইতিহাস
মুক্তি যুদ্ধের স্মৃতি  গাঁথা হরেক উপন্যাস।
বিজয়ের মাস যেমন আনন্দ তেমন কাঁদে অন্তর
চির অম্লান হোক বিজয় দিবস ১৬ই ডিসেম্বর।