ভাইরাল শব্দ এলো এবার, নাম তার বৈষম্য
মনের অসমতা দূর হোক, আসুক মনে সৌম্য।
বৈষম্য কোটা আন্দোলনে, বৈষম্য সারা দেশে
বৈষম্য সরকার জনগণে সব জায়জায়গায় আছে মিশে।
স্কুল- কলেজ বিশ্ব-বিদ্যালয় সর্ব স্হানে বৈষম্য
চাকরি- ব্যবসা অফিস- আদালত নেই কোন সৌম্য।
দ্রব্য- মূল্যে বৈষম্য, বৈষম্য পথে- ঘাটে
ধনী- দরিদ্রে বৈষম্য, বৈষম্য বাজার- হাটে।
স্বামী- স্ত্রী তে বৈষম্য, বৈষম্য ভাই- বোনে
বন্ধু- বন্ধু তে বৈষম্য, বৈষম্য বর- কনে।
অফিসার -ম্যানেজারে বৈষম্য, বৈষম্য মালিক-শ্রমিকে
সিনিয়ার-জুনিয়ারে বৈষম্য, বৈষম্য কাক-শালিকে।
দেশে-বিদেশে বৈষম্য, বৈষম্য জাতি - জাতি তে
গ্রামে-শহরে বৈষম্য, বৈষম্য আকাশ -মাটিতে।
হিন্দু-মুসলিমে বৈষম্য, বৈষম্য ধর্মে-ধর্মে
চিন্তা - ভাবনায় বৈষম্য, বৈষম্য কর্মে -কর্মে।
এমনি করে সব জায়গায় বৈষম্য চলছে
এ প্রথা বন্ধ হবার নয়,বিশ্লেষক রা বলছে।