আমি চাকরিজীবি বলছি
মালিক যে ভাবে চালায় সে ভাবে চলছি।
ব্যবসায়ীক বুদ্ধি নাই
তাই চাকরি করে পেট চালাই।
মাস শেষে বেতন পাই
চিন্তা ভাবনার নাই বালাই।
কাজ করে বাড়ি ফিরে দেই শান্তির ঘুম
যেন চাঁদ মামা নেমে এসে কপালে দেয় চুম।
চাকরিজীবি নো টেনশন
বিছানায় শুলেই ঘুমের ঘরে।
অনেক ব্যবসায়ীর আসে না ঘুম
রাত্রি কাটে এপাশ - ওপাশ করে।