আগের যুগের মানুষেরা
মিলেমিশে থাকতো
সবাই সবাইকে ভাই
বন্ধু বলে ডাকতো।

এখনকার যুগে কেউ
নেই কারও আপন
শুধু চারিদিকে শত্রু ও
খারাপ লোকদের আসন।

এই যুগে নেই কোনও
আপন বন্ধু ও ভাই
যার কাছে যাবে সেই বলবে
আমার কাছে নেই কোনও ঠাঁই।

এই যুগে খুঁজে পাবে না
ভালো পথের লোক
শুধু খুঁজে পাবে মানুষরুপী
কিছু হিংস্র শ্রেণির লোক।

এ যুগে খুঁজে পাবেনা
এমন প্রকৃতির লোক
যে ভালো পথে নিয়ে যাবে
যেন স্বর্গলোক।

আগের যুগের মানুষের
ঈমান ছিল পাকা
মসজিদ ছিল কাঁচা
এখন এ যুগের মানুষের
মসজিদ পাকা ঈমান কাঁচা
সবাই শুধু চাচা আপন পরাণ বাঁচা।

আগের যুগের মানুষ করলে দোআ
সবই কবুল হতো
এখন মসজিদ ভরা মুসুল্লি অথচ
মানুষের দুঃখ আছে শত শত।