মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা
যত ভাষাই হোকনা শেখা তৃষ্ণা মেটায় মাতৃভাষা।
মাতৃভাষার জন্য যারা বিলিয়ে দিল নিজের প্রাণ
বৃথা যাবেনা আত্মত্যাগ, তাদের তরে হাজার সালাম।
ভাষার জন্য যুদ্ধ করেছে নেই কোথাও এমন দেশ
এই গৌরব একটি দেশের নাম তার বাংলাদেশ।
বিশ্ব মানচিত্রে আমরা এখন স্বাধীন বিজয়ী দেশ
সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ।
একুশ মোদের শক্তি যোগায়,একুশ মোদের বাঁচতে শেখায়
একুশ মোদের চলার পথে, নতুন আলোর সূর্য দেখায়।
বুকের তাজা রক্তে গড়া ভাষার ইতিহাস
কবি সাহিত্যিক লিখে যেমন হরেক উপন্যাস।
লক্ষ শহীদের রক্তে গড়া একুশে ফেব্রুয়ারী
মাতৃভাষার রাখবো সম্মান, এই দিনে শপথ করি।