তুমি আমি মিলে চল বৃষ্টি হয়ে যাই
স্বপ্নটাকে দুজনে আর একটু সাজাই
তুমি আমি মিলে চল মেঘ হয়ে যাই
ইচ্ছেটাকে দুজনে মিলে একটু রাঙাই
তুমি আমি মিলে চল ভোর হয়ে যাই
নীল আকাশের মেঘটাকে ছুঁয়ে বেড়াই
তুমি আমি মিলে চল পাখি হয়ে যাই
খোলা আকাশে উড়ে বেড়াই বাঁধন ছাড়াই
তুমি আমি মিলে চল বিকেল হয়ে যাই
দুজনে এক সাথে একটু সময় কাটাই
তুমি আমি মিলে চল গাছ হয়ে যাই
এক সাথে বেঁচে থাকার নিশ্বাস ছড়াই
তুমি আমি মিলে চল সন্ধ্যা হয়ে যাই
একি নীড়ে ভালবাসার স্বপ্ন সাজাই
তুমি আমি মিলে চল ঘুম হয়ে যাই
প্রেমের রাজ্যে একি সাথে হারিয়ে যাই ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com