তুই একটা গোলাপ হলে
আমি তোকে ছুঁয়ে দিতাম,,
তুই নীল আকাশ হলে
তোকে নিজের করে নিতাম,,
তুই আমার সপ্ন হলে
মনের মতো দেখে নিতাম,,
তুই আমার না হলেও
আমি তোর হয়ে যেতাম,,
তুই একটা নদী হলে
তোর স্রোতে গাঁ ভাসাতাম,,
তুই কচুরি পানা হলে
তোর সাথে ভেসে যেতাম,,
তুই আমার নিশ্বাস হলে
আমি তোর বিশ্বাস করতাম,,
তুই আমার কল্পনা হলে
তোর মাঝে হারিয়ে যেতাম,,
তুই সবুঝ ঘাস হলে
তোর বুকে মাথা দিতাম,,
তুই সঙ্খ চিল হলে
তোর সাথে উড়ে যেতাম,,
তুই আমার মন্দ হলে
আমি তোর ভাল হতাম,,
তুই আমার ছন্দ হলে
তোর সাথে তাল মেলাতাম ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : shahadat.hossaiin@gmail.com