আর কত তনুকে পরতে হবে ধর্ষিতার কাতারে
আর কতো লাশ দেখব আমরা রাস্তার উপরে,,
মনুসত্ত্ব আর বিবেগ কি ঘুমিয়ে আছে অন্ধকারে
এমন অপরাধের বিচার কি আমারা পাব নারে,,
কোন দেশে বাস করি জানা নেই আহারে
মা বোনের নিরাপত্তা দেবার কেউ নেইরে
তাই ওদের হতে হচ্ছে রাস্তার উপর লাশ
সরকার কি ফেলবে শুধু অযতা দীর্ঘশাস,,
কাদের কাছে গেলে পাব আমরা সুষ্ঠু বিচার
তনু হত্যার বিচার চাঁই এটাই আমাদের অঙ্গিকার,,
নইলে এমন থাকবে পরে রাস্তার উপর লাশ
এভাবেই বাড়তে থাকবে তনুদেড় লাশের পাহাড়,,
কানে শুধু শুনছি তনুর লাশের আত্মচিৎকার
বলছে দেখ কেন হচ্ছে না আমার হত্যার বিচার,,
আর কত তনুকে হারাবে দেবে তোমরা এভাবে
সময় আছে এখনো একটু রুখে দাঁড়াও রে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)