তারিখটা ছিল ডিসেম্বরের ষোল
আমার ভালবাসার মানুষটা অন্যের হল,,
কষ্ট পেয়েছি ভীষণ মেনে নিয়েছি
কান্নায় ভিজিয়েছি আমার চোখের নদী,,
অন্য কার ঘরের ঘরণী আমার প্রেমিকা
ফিরে পাবার নেইতো আর এততটুকু আশা,,
অন্য কার বুকে ঘুমায় আমার মনের মানুষ
আমার বুক কষ্টে কাঁদে হতাশার ফানুস,,
বিধাতা লেখেনি আমাদের দুজনের জুটিটা
তাই বলে মিথ্যে ছিল না আমার ভালবাসা,,
তুমি অন্য কার বলে আমি ভুলে যাবো না
এতটা স্বার্থপর তুমি কখনো আমাকে ভেবনা,,
আমি জানি তুমি ছিলে পরিস্থিতির শিকার
তাই তুমি মেনে নিয়েছ এতটা কষ্টের পাহাড়,,
বিশ্বাস করো মানতে পারিনা তুমি অন্য কার
আমার মন আজ বলে তুমি ফিরে আসতে পারো,,
আমাকে নিয়ে ভেব না সামলে নিয়েছি নিজেকে
তবে বোঝাতে পারিনা আমার অবুঝ মনটাকে,,
কি করবো বল অনেক ভালবাসি যে তোমায়
তাই হয়তো আমার পাগলামীটা এতটা বেড়ে যায়,,
তুমি কি পারবে আমাকে মনে রেখে দিতে
নাকি ভুলে যাবে অন্য ভালবাসার পরশে,,
হলে তুমি হতে পার অনেকটা স্বার্থপর
এতটুকু দোষ দেবনা আমি তোমার উপর,,
আমি হয়তো বিয়ে করবো অনেক বছর পর
তোমার মত ভালবাসায় বাঁধবে না কেউ ঘর,,
সবার থেকে তুমি ছিলে আমার কাছে আলাদা
পূরণ করেছিলে আমার সব ভালবাসার চাহিদা,,
নাইবা পেলাম তোমায় আমি এই পৃথিবীর বুকে
অন্য এক পৃথিবী আছে আমাদের অপেক্ষাতে,,
জান তো তুমি বিধাতার নিয়ম কতটা অদ্ভুত
কষ্ট দেয় অনেক বেশি যাকে ভালবাসে সে খুব,,
তারিখটা আমি মনে রেখে দেব অনেক যত্ন করে
আমাকে নীরবে কাঁদাবে দিনটা মনে করিয়ে দিয়ে,,
ভাল থাকো তুমি তোমার চেনা নতুন ঠিকানায়
পারলে আমাকে ভুলে যেও নতুন কোন উপমায় ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : shahadat.hossaiin@gmail.com