স্বার্থের জন্যই সার্থপর
স্বার্থ পিয়াসী মানুষ,,
স্বার্থের জন্য ধরতে পারে
অশুরের মত রুপ,,
স্বার্থের জন্য ভুলতে পারে
নিজের আপন মানুষকে,,
স্বার্থের জন্য ভাঙতে পারে
অন্যের সুখের ঘরকে,,
পৃথিবী আজ স্বার্থের উপর
অনেক বেশি নির্ভরশীল,,
স্বার্থ ছাড়া চলে না আর
মানুষের এক একটা দিন,,
কিসের বিবেগ কিসের মনুষ্যত্ব
স্বার্থের কাছে হয়েছে নত,,
কিসের মায়া কিসের মমতা
এসব যেন বিষাদের কথা,,
চারিদিকে শুনি আজ শুধু
স্বার্থের জয়ের ধ্বনি,,
স্বার্থ তুমি আজ শুধু
আমাদের নিত্য দিনের সঙ্গী !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com