আজ যাদের জন্য তুই লাশে পরিনত
নিথর দেহটা তোর আজ ক্ষত বিক্ষত,,
ওরা কি পশু নাকি তার চেয়েও অধম
মানুষ রুপি এ কোন হায়নাদের আগমন,,
ফুলের মত জীবনটা নিলি তোরা কেড়ে
এ দায় ভার দেব আমারা কার উপরে,,
কি দোষ ছিল বল নিষ্পাপ ওই মেয়েটার
কেন হতে হল তোদের বর্বরতার শিকার,,
শালীনতা যদি হয় আজ ধর্ষনের কারন
এই সমাজে মেয়েরা কি করে করবে বিচরন,,
তোদের লালসার শিকারের জন্য কি জন্ম
কি ভাবিস তোরা মেয়েদের বাজারের পণ্য,,
এ লজ্জা গোটা জাতির পুরুষ তান্ত্রিক সমাজের
বাঁচাতে পারলামনা আমরা আমাদের বোন তনুরে,,
কিসের আইন কিসের বিচার সবাই আজ চুপ
বিধাতাও যেন এই অন্যায় দেখে রয়েছে নিশ্চুপ,,
পারলাম না বাঁচাতে কোন কিছুর বিনিময়ে
অসময়ে বলি হতে হল নর পশুদের হাতে,,
যদি পারিস ক্ষমা করে দিস আমাদের তুই
যেখানেই থাকিস ভাল থাকিস বোন তনু তুই !!
উৎসর্গ : সোহাগী জাহান তনু
একজন কলম যোদ্ধা (রাতুল)