ঘড়ির কাটায় ঠিক এখন বারটা
সবার চোখে হয়তো ঘুমের রাজ্য,,
আমি এখনো জেগে আছি দিব্যি
চোখের পাপড়ি গুলো জলে ভেজা,,
কি করছে আমার ভালবাসার মানুষটা
দিব্যি ঘুমিয়ে আছে অন্য কারো বুকে,,
ভালবাসার আদরে পরিপূর্ণ ওর পৃথিবী
চোখের কোনে জলের কোন ছায়া নেই,,
চার দেয়ালের কান্নারা বড়ই অসহায়
ওদের শব্দ কার কানে গিয়ে পৌঁছাবেনা,,
কার ঘুমের বিরক্তের কারন হবে না
চিৎকার করে বলবে না ঘুমাতে চাই,,
দেখতে দেখতে ভোরের আলো ফুটেছে
আবারো একটি নির্ঘুম সকাল এসেছে,,
ঘুরে ফিরে আসবে সেই রাত বারোটা
বেড়ে যাবে সেই চার দেয়ালের কান্না ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com