আমি লজ্জিত আমি ভীতু।
আমি দাড়িয়ে আছি
আমি হয়ে আছি থিতু।
চোখের সামনে লুটিয়ে পড়ছে লাশ
মরছে কত মানুষ।
এখনো আমি আছি অপেক্ষায়
কবে আসবে রামচন্দ্রের ধনুস।
ফাটছে বোমা পুড়ছে কত দেহ।
বলছি আমি, ইমাম মেহেদি আসবে বলে,
আরেকটু সবুর করো।
ভাইয়ের গায়ে লাগছে গুলি
বলছে কেঁদে কেঁদে।
বাঁচবো না আমি প্রাণপাখি বুঝি যাবে বেড়িয়ে।
আর আমি তামশা দেখছি নিরাপদে দাড়িঁয়ে।
আমি নিষ্ঠুর আমি পাষান্ড ।
আমি জানি করুণার অভিনয়
আমি তো ভীতু এক অতি ভন্ড।
মেয়েটি করছে আকুতি
করোনা আমার ইজ্জত হরণ।
এখনো আমার পড়া শেষ হয়নি
হলদু দিয়ে করেনি তো কেউ বরণ।
আর আমি একটি লেখা কিংবা একটি ব্যানার নিয়ে।
ফাসিঁ চাই ফাসিঁ চাই অপরাধীর।
দাড়িয়ে আছি রাস্তার পাশে মানব বন্ধনে।
তারপর আমি সুখে আছি আছি বড় যতনে।
আমি তো ভালো মানুষ
আমি তো নিরপরাধী জনগন।
মুখে বুলি আওড়িয়ে বেচেঁ আছি যতক্ষন।
একটি শিশু মায়াবী তার চাহনি।
শত মিনতির পরেও সে
বাচঁতে যে পারেনি।
আমি তো শুনে বলি কেয়ামত বুঝি এলো চলে।
সবুর করো তাদের উপর
পরবে ঠাডা আর কটাদিন গেলে।
প্রতিবাদ করি নিরাপদে বসে
আমি ভীষণ ভিতু বলে।
প্রতিরোধ করে কি হবে
যদি জীবনটা যাই চলে।