নুপুর বাজে ঝুমুর ঝুমুর
সকাল বিকেল একলা দুপুর ।
তোমার পায়ের নুপুর
শুকনো পাতা মাড়িয়ে
উঠোন বাড়ি পেরিয়ে ।
শব্দ তুলে ঝুমুর ঝুমুর ঝুমুর।
তোমার রাঙ্গা পায়ের নুপুর।
সকাল বেলা কলসি কাঁখে
সান বাঁধানো পুকুর ঘাটে ,
শব্দ করে তোমার পায়ের নুপুর।
ঝুমুর ঝুমুর ঝুমুর ।
টিনের চালের বৃষ্টির ছন্দ যায় হারিয়ে ,
যখন নুপুর পায়ে নৃত্য করো তুমি ।
ঝুমুর ঝুমুর শব্দে শুনে ,
কান পেতে থাকি আমি ।
নিশি রাতে তন্দ্রা ছুটে যায় ,
নুপুর পায়ের আওয়াজ শুনে
বুকে কাঁপন ধরে ।
ঝুমুর ঝুমুর শব্দে
যাই হারিয়ে সবুজ ঘাসের চরে ।