আমি  ছন্নছাড়া এতিম ছেলে ।
তাই আমি খুশি হয় না ঈদুল ফিতর এলে।
আমি চুলে দিইনা শেম্পু ,
সুগন্ধি সাবান গায়ে নাহি মাখি ।
তাই  কেউ আমার সাথে কোলাকুলি করেনা
বুকে বুক রাখি ।
আমার গায়ে নাই নতুন জামা
কেউ হয় না ঈদের দিনের সাথি।
কারো কাছে চাইলে জামা খেতে হয় যে লাথি ।
আমি পথ শিশু ছেঁড়া কাপড় সেলাই ।
ঈদের দিনে খেতে পাই না পোলাও জর্দা সেমাই ।
ভালো খাবারের ঘ্রাণ নিয়ে ক্ষুধা চেপে রাখি ।
এভাবে ঈদ কাটে আমার জলে ভিজে আঁখি ।
আমি এতিম অনাথ হায় ,
ধনীদের কাছে শুধু ধোকা খায় ।
এভাবে কেনো পাঠালে খোদা নিষ্ঠুর দুনিয়াই ।
যাদের জন্য কারো বুকে দয়া মায়া নাই।
ঈদের দিন শুধু আমার দুঃখটাই বাড়াই ।


(সবাইর জন্য রইলো ঈদের শুভেচ্ছা )