আমি স্বপ্ন বিকিয়ে থাকি স্বপ্নের রাজ্যে ।
নাওনা একটুখানি স্বপ্ন ,
যে স্বপ্নে রাজকুমারির ঝুমুর বাজে ,
রিমিঝিমি ছন্দে ।
আরো আছে রাজকুমারের স্বপ্ন ,
লাগবে নাকি রাজকন্যা তোমার।
সে স্বপ্নে রাজকুমার আসে সাফেদ ঘোড়ায় চড়ে ।
যেখানে প্রজাপতিরা তোমার চারপাশে ঘুরঘুর করে ।
আমি স্বপ্নচারী স্বপ্ন বিলিয়ে থাকি ।
লাগলে বলো আমায় । দিবো স্বপ্নের রাজ্যে ছাড়ি ।
এমন স্বপ্ন দিবো তোমায় যেখানে
পাখিরা গায় মিষ্টি মধুর গান ।
সচ্ছ নদীর তীরে যেখানে রয়েছে
লাল গোলাপের বাগান ।
এমন স্বপ্ন দিবো তোমায়
যেখানে জোনাকি ছড়াই আলো ।
নিকাষ কালোতে ও তোমায় লাগবে অপরূপ ভালো ।