রাত্রির সাগরে ভাসানো কেরায়া নৌকায় চড়ে,
পাড়ি দিতে চাই ঢেউ লাগা নীল জলের
অতলান্ত বাধার পাহাড়।
ঘূর্ণি-আবেশে দোলায়িত তরীর থরো কম্পনে,
মনে জাগে নেশা; অলিন্দ-নিলয় নাচে
সুভাসিত মৃত্যর আলিংগনে।
আকাশের ভরা আঙিনায় অজস্র নক্ষত্রের খেলা,
স্নায়ু-মোহনায় সূচনা করে ঝড়ের;
কেঁপে উঠে অন্তহীন তট।
শিরদাঁড়াটার সম্মুখ ভাগে তুমুল তোলপাড়,
অজানা হতে কেবলই না আগানোর ইঙ্গিত।
ওদিকে অনাগত সময়ের শেষহীন পৃষ্ঠাগুলোর
গল্পদের, পড়তে গিয়ে নড়তে চাই না।
তাই প্রবল প্রলয়ে যদিবা থাকে বার্তাটা মরনের,
কিবা আছে তাতে ভয়?
সিংহের কেশরে লুকায়িত আছে মানেটা জীবনের,
সৃগাল লেজেতে নয়।