ভরা পূর্ণিমায় চাঁদের আলোয় রগরগে প্রেম,
কালো মেঘে ভরপুর বরষায় স্থূল ভালবাসা,-
অনেক দেখেছি ।
‘আমার চোখের নরম পাতায় গেঁথে আছো তুমি,
তোমার নামের তারায় আমার কলিজাটা ঠাসা’-
কত যে শুনেছি ।
নাড়ায় ছাওয়া কুটিরের চালে জ্যোৎস্না যখন
হানা দেয় হাড়ে, চড়িয়া হিমেল হাওয়ার যানে,-
শ্রাবনের ধারায় ভিজে উঠা ঐ কাঁথাটার ভাঁজে,
কত যে কান্নার কলরোল উঠে জীর্ণ শীর্ণ প্রাণে।
সৌর কিরন আর চন্দ্রের আলোকে মিলেমিশে একাকার,
জীবনে যাদের হাসেনি সূর্য তাদের চাঁদেতে হাহাকার।