আমার কণ্ঠনালীতে কেউ একজন
বসবাস করছে আজকাল।
নিউরনের অনুকম্পনে আমার যে ভাবনা হয়
স্বর যন্ত্রের ষড়যন্ত্রে তা বদলে যায়।
মহাচিন্তার ব্যাপার।
সে দিন বৃষ্টিকে খুব করে ভিজিয়ে দিতে বললাম,
বৃষ্টি শুনলো উল্টোটা। অমনি বৃষ্টি বন্ধ।
পরে জেনেছি, কন্ঠনালীর বাসিন্দার কর্ম এটি।
চাঁদের সাথে কথা হচ্ছিল।
জ্যোৎস্নার বিলে সাতার কাটতে কাটতে
যেই না চন্দ্র বন্দনায় মুখ খুললাম,
চাঁদ দৌড়ে পালালো কালো মেঘের আড়ালে।
প্রথমে ধরতে পারিনি,
পরে বুঝেছি কার কারসাজিতে হয়েছে এমনটি ?
অনুরোধ, আদেশ, চোখ রাঙানি
বাদ দেই নাই কোনটাই, কাজ হয় নাই।
কিন্ত তাকে যে তাড়াতেই হবে আমার,
দুদণ্ড শান্তি তো চায় এ মনটি।
অবশেষে পাড়ার ছোট্ট ছেলেটির কথায়,
তার সাথে ভাব জমালাম তাড়ানোর চেষ্টা না করে।
বন্ধু করে নিলাম তাকে। রফা হলো,
এখন থেকে জীবনটাকে উপভোগ করবো এক সাথে।
ফিরবে শান্তি জীবনে আবার।