অমাবস্যা কাতর আকাশ দেশের আঁধারিত জমিনে
জীবন্ত শশীর মিটমিট হাসি কি অলিক স্বপ্ন নয়?
পূর্ণিমা রাতে জ্বল জ্বলন্ত তারা,
খোঁজে শুধু তারা দিশেহারা যারা।
সোনালী আশার অপেক্ষা যাদের ত্রাসো-সন্ত্রস্ত এদিনে
ঘিরেছে ধরে খুব, সকল স্বপ্নের আত্নাহুতির ভয়।
চাঁদের আলোয় পলায়্ন আনে তারার মেলার হাটে,
কালোর সাথে তারার খাতির অন্ধ সে আলোর মাঠে।
আড়িটা তাদের হয়েছিল বেশ তাই দ্বন্দ্ব চিরকাল,
আলোয় কালোয় হাত ধরাধরি ঐ সাজায় চক্রবাল।
আলো আলো করে ফিরে মরো যদি আলেয়ার মোহজালে
বিলীন হবে বিক্ষত-নীলে পড়ে কষ্ট-সাগর বেলায়।
তিলে তিলে গড়া আনন্দ সঞ্চয়,
জাগাবে এ প্রাণে গান নিশ্চয়।
প্রভাতের কালে সূর্যের কিরন তবে তো পড়বে ভালে
সূর্য পানে ছুটবে যখন ঠেলে চাঁদের রশ্মি হেলায়।