অচিনের পানে জীবনের ডাক, বন্ধু শুনেছো কি?
নিবিড় অশ্রুর অশাব্দিক আওয়াজে
ধমনিতে উঠা ইন্রজালিক আবেশিত সুর শুনেছো কি?
শুনো বন্ধু
এ সুর, এ আওয়াজ জ্বালিত প্রাণে এনে দেয় প্রাণ
আর করে তোলে তারে শোভাসিত, শুদ্ধ প্রদীপ্ত।
সুপ্ত বাসনায় জাগরন আনে, শিহরন তোলে সবখানে।
অবেলায় তুমি দেখেছো কি কভু জীবন নদীর বান?
শুনশান কোন গিরি গুহা খাদে, মহান ঋষির ঘ্রাণ?
দেখো বন্ধু
গিধড় গর্তে খুজে ফিরো যদি সিংহের সন্ধান তবে
হাতড়ে ফিরিবে, কেবলই ঠকিবে; আর
আন্ধা ঠাকুরে কেমনে তোমারে করিবে জ্যোতিষ্মান?
বলি বন্ধু তাই, বলে যাই শুনো, শুনবে কি?
মিষ্টি আলোর ঝলকানি ঐ দেখতে পাচ্ছো কি?
ওগো বন্ধু
বিদলিত মন বিদীর্ণ স্বপন অলিক এই আঁধারের বনে
চলো আনি বিবর্ধন, সাধন করি মন্ত্রের।
খুজে ফিরি এসো, জীবনের তরে মহুয়া-মঞ্জিলের।