বিপুলা চপল চির চঞ্চলা মোর
সেতো সুহাস প্রাণের প্রাণো প্রিয়াটা,
স্বপ্ন বিভোর মোর কত শত ভোর
যদিবা মিটাতো আজ এই চাওয়াটা।
পরাতো যদি সে প্রবল আবেশে
ধরে বুকে মোরে বেলির মালাটা,
অফুরান প্রাণে সোহাগী আদেশে
ভরে দিতো মোর অঞ্জলি থালাটা।
অবিরল আষাঢ়ের গুমট গগণে
ছড়িয়ে আবির বাজিয়ে বাঁশীটা,
যদি সে ফোটাতো পরাণ পবনে
বিলিয়ে পরাগ ফাগুনের হাসিটা।
আমার আমাতে আমারই আকাশে
জানি আমি জানি উঠবে শশীটা,
মালতি দোলায় মাতানো বাতাসে
এনে দেবে মোরে শুভ্র রশ্মিটা।