অনিঃশেষ আমি
আপন সৌষ্ঠব সংহারে নিরাশার ভেলায় চড়ে
চলে যেতে চায় যে কৃতদার।
অস্পৃশ্য্য অনুযোগ নিয়ে চিন্তার কুমারীত্ব হরে
বিচলিত যে কুমার।
হৃদয়ের অনুচ্চারিত কান্নার ডালী সাজায়ে
কণ্ঠেতে যার শুনি হাহাকার।
বিশ্বাসের নুনা জল দ্বীপে বসতি হারায়ে
যন্ত্রণা যার অযুত হাজার,
তার দলে নেই আমি আর।
রুদ্ধবাক কথনের ফুলঝুরিমালায়
অনির্বাণ উচ্চাসে আমি বলে যেতে চাই
এই পৃথিবীতে আমি কাঁদিতে আসিনি,
আসিনি বিলাপের তোড়া নিয়ে নিঃশেষ হতে ।
বেদনার নীলেরে আকাশের নীলেতে লীন করে
ধুসর মাঠে যেদিন হবে চাষ প্রেমের,
সেদিনই কেবল থামতে পারি আমি
আগে নয় তার কোনো।