লিখবো বলে
যেইনা কবিতার খাতাটি হাতে নিলাম,
মগজ বলে উঠলো হবেনা।
বললাম, ‘কারণ?” সাড়া নেই।
“আমার দোষ?” নেই কোন উত্তর ।
চটে গেলাম করলাম বিদ্রোহ
শুদ্ধ অনুভবের শপথে লাফিয়ে উঠলাম।
কবিতা হবে আজ।
পদ্য হবে পদ্ম নিয়ে
চলে এলাম পদ্মা পারে।
শব্দের পুঁতি বুনে ছন্দের থর সাজালাম,
ঝুলিতে পেলাম কিছু লাল নীল ভাব।
সারি সারি বক আর গুচ্ছ মেঘের ভেলা থেকে
কুঁড়ালাম খানিকটা সাদা।
আঁকলাম দোলা কাশ বনের।
নিলাম ধ্বনি কল কল পদ্মা জলের।
মুর্তিমান হয়ে উঠল আমার কাব্য।
অবশেষে মগজের সাথে সকল পাঠ চুকিয়ে
মনের দোয়ার খুলে দিলাম।
কবিতা চাষের আসল নীড়ে
এলাম ফিরে আপন ঠিকানায়।