পাঁচ তলা আর গাছ তলাতে বইছে হাওয়া বেশ গরম,
ঝড় উঠেছে চায়ের কাপে উতাপটা যে খুব চরম।
মুনা কাকি কনা কাকার টক শোতে ঘর কাঁপছে বেশ,
ধানের শীষ কি এবার যাবে, নাকি নৌকার হবে দেশ?
পান দোকানে চলছে কথা অর্থনীতির জটিল পাঠ,
রাষ্ট্রনীতি সমাজনীতির শত কথায় ভরছে হাট।
ফেনা তোলা ভাষণ কারো ফাঁকা বুলির ফুলঝুরি,
কারো কথা আঁকা বাঁকা প্রীতি নাশের সুড়সুড়ি।
কেউবা বলে জিতলে আমি পেড়ে দেবো চাঁদ তারা,
সোনা দানায় ভরে দেবো আছে যারা সব হারা।
আমজনতার সরলতা, পুঁজি নেতার সকল বার।
ভোটের আগে হুঙ্গা চুমা ভোট পেরুলে পগার পার।
তাই বলি ভাই কারো কথায় কেনো তুমি ফালপাড়ো?
দেশের মালিক তুমি নিজে, শুনে বুঝে আগবাড়ো।
ভোটটা তোমার দামি অনেক চিন্তা লাগাও মস্তকে,
ব্যস্ত নেতা, নাকি তুমি? ভেবে দেখো মস্ত কে?