নীলিমার রানী রুপে যৌবনি জোয়ার তুলে,
নবনী অঙ্গধারী ঐ নূপুর নৃত্য তালে,
স্বর্ণ-তিলক পরা সুকুমার ভালে,
কে তুমি হেটে যাচ্ছ চলে?
কামিনী কটিতে বাঁধা সোনালী বসনখানী,
চন্দ্রজলে যে ধোয়া; তুমি চন্দ্ররানী।
পাগল আমায় করেছো তা জানি,
চুনুরি গায়ে ওগো চন্দ্রাননী।
রুপালী বাজুর ঘ্রাণে, রাগিনী সুরের রেশে;
উঠে যে উতলা ঢেউ, আমার বক্ষদেশে।
মানেনা প্রবোধ অবোধ হস্তটা, শেষে;
নাচে তাই তোমার কৃষ্ণ কেশে।
শুনোগো নিটোলদেহী আমি বলছি যে অকপটে।
মিটাও ক্ষুধা, ঢেলে সুধা আমার পাতা ঘটে।
পেতেছি হাত আজ তোমার মধুর হাটে,
ফোটাও হাসি তুমি; এই হৃদয় তটে।