আমি আমার করপুটে পুরা অনিন্দ্যতায়
মসীকৃষ্ণের পলায়নে আপ্লুত হই,
পুরুষ্ট কণ্ঠে গেয়ে যাই জীবনের গান।
নিউরন বনের পুস্পল ডালে
নিরন্তর ডেকে চলা ঘুঘু
আসন গেঁড়েছে আমার বক্ষপটে।
আমিতো কক্ষপথচ্যুত হতে চাইনি,
চাইনি হতে অন্তরিন, ধুসর তেপান্তরে।
আমিতো চাইনি সন্তর্পণে ব্যবচ্ছেদ হউক
অমিয় মাখা এই মধুর অন্তরখানী।
আমিতো আমার নদীতে
সরীসৃপের সর্পিল লেজের তপড়ানি দেখতে চাইনি,
শুনতে চাইনি ঝিনুকের অনুচ্চারিত আর্তনাদ।
আমি চেয়েছি
জলজ প্রবাহে ভেসে আসা কাব্যলক্ষ্ণীর সুর
ঝঙ্কা্রে উঠুক মহামূর্ছনায়,
মনোবীণে আমার আসুক প্রভাত।
জীবন সিথাঁনের জজ্ঞাল স্তুপে নোঙর নামুক
অনুরাগী প্রেমের অনিঃশেষ আভার।