ধৃষ্ট চালক হাঁকায় গাড়ি
ধাপায় তোলে পা দুটারে,
পিষ্ট করে বাসের চাকায়
সোনা মায়ের যাদু্টারে।
বোবা বাবার বর্ণ ছাড়া
হাজার কথার চিঠি যেনো
বলছে ডেকে আমায় তোমায়
ও বাবা তুই ঘুমিয়ে কেনো?
আমি তখন মুখ লুকিয়ে
শাসন করি চোখ দুটারে,
বেশি দেখা দেখিসনারে
ডাকিসনারে বিপদটারে।
আমিতো বেশ ভালো আছি
হয়নিতো মোর কোল খালিরে,
পথে নেমে হারাবো কি
আমার তলার সব মাটিরে?
প্রতিবাদে নাই আমিরে
পথ চলি তাই চোখ নামিয়ে,
পাছে যদি তাদের পেশী
আমায় যদি দেয় থামিয়ে।