অন্তরের গহীন জমিনে পোঁথা কল্পনার বীজে
জন্মেছে যে চারাগাছ,
কেনো নেই সবুজ তাতে?
কেনো বা গজায়নি পাতা কুঁড়ি?
এতোখানি পথ হেঁটে জীবনে
এতো এতো শূন্যের ছড়াছড়ি!
মেঘে মেঘে গড়ানো বেলায় পড়ন্ত এ বিকেলে
জীবন ঝুড়িতে কেবল কষ্ট বেদনার জড়াজড়ি।
আমিতো চেয়েছি
বিজয়ের ধ্বজা হাতে ছুটে চলা কবিরে
করে দিতে স্থান, আমার চিন্তার মাস্তুলে।
বিমোহিত মনে বিকশিত প্রাণের ঘ্রাণ শুঁকে
আমি, পাড়ি দিতে চাই বাকি পথখানি।
কাটিয়ে জীবনের মূঢ়তা,
মহাকাব্যের মহরতে সাজাতে চাই
আগামীর রুপথা।