প্রকৃতির বুকে কোনো অসুন্দর নাই—
অন্ধকারেরও আছে গাঢ় স্নিগ্ধতা,
নিঃসঙ্গতার গভীরে নিবিড় মাধুরী আছে।
মানুষের মনেই কেবল জন্মে অসুন্দরের বীজ;
কেবল মানুষের বুকেই ফুটে উঠে রক্তিম রাগের বিষফুল—
কুয়াশার ভেতর দেখা কোনো শীর্ণ গ্রামের মতো
অস্পষ্ট আর বিষণ্ণ তাদের জীবন।
হয়তো তবুও কোনো এক ভোরবেলা
সজল বাতাসের মতো স্বপ্ন আসে
কোনো এক বিষাদী মানুষের হৃদয়ে—
কখনো কি দেখেছো তার চোখে
অপার্থিব নীলিমার পিপাসা?
শুধু মানুষের হৃদয়ের গোপন বাগানেই
ছড়ানো অসুন্দরের বিষ—
বাকিটুকু নীরবে বিলীন হয়ে যায়
কোনো গভীর রাতের অজানা আঁধারে।
আমি দেখেছি—
ঘাসের পাতায় শিশিরের বুকে ম্লান হয়ে যায়
মানুষের বিষাদ, রাগ, ঘৃণার দাগ—
প্রকৃতি ফিরিয়ে নেয় তারই সবটুকু,
সকল অসুন্দর, সকল ক্লান্তি,
শেষে পড়ে থাকে শুধু নির্জন
মানুষেরই নির্বোধ হাহাকার।