কিছু কষ্ট আছে একান্তই নিজের,  
কাউকে বলেও বোঝানো যায় না।  
অভিনয়ে ঢাকা পড়ে হৃদয়ের নিস্তব্ধতা।  

নীরবে সব মেনে নিতে হয়,  
আর অভিনয় করে যেতে হয়,  
প্রতিদিন নিজের সাথে একা।  

আকাশের তারাদের মতো দূরে,  
তারা হাসে, জ্বলে— নিভে যায়,  
কেউ বোঝে না মনের গভীর আঁধার।  

চোখের জল শুকিয়ে যায় রাতে,  
প্রতিবারই শুরু হয় নতুন খেলা,  
মনে হয়— হয়তো একদিন সব কিছুই হবে ঠিক।  

তবু থেমে থাকে জীবন একা,  
কিছু স্মৃতি আর ব্যথার সাথে,  
নীরব পথ ধরে যায় অজানায়।