যখন তুমি আমার,  
শতাব্দীর অন্তিম চন্দ্রগ্রহণেও আমি হারাবো না  তোমায়,  
পুব আকাশে কোন নক্ষতের পতনে ছুটবো না দ্বিকবিদিক।  

যখন তুমি আমার,  
বাতাসে ভেসে আসবে মুগ্ধতার সুর,
সন্ধ্যার আভায় তুমি জ্বলবে নীরব নক্ষত্রের মতো।

যখন তুমি আমার,  
পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে যাবে স্মৃতি,  
অক্ষয় প্রেমের মন্ত্রে বাঁধা পড়বে চিরকাল।  

যখন তুমি আমার,
নিঃশব্দে ভাঙবো দূরত্বের যত প্রাচীর,
তোমার চোখে খুঁজে পাবো অনন্তের পথ।

যখন তুমি আমার,
ভালোবাসার রঙে আঁকা হবে প্রতিটি স্বপ্ন,
চিরন্তন আলোয় বাঁধা পড়বে আমাদের হৃদয়।