স্টেশনের কুয়াশা ঘেরা সন্ধ্যায় আজ
দেখলাম তোমায়, সে বহুদিন পরে—
সেই চেনা মুখ, তবু যেন কোন অপরিচিতা,
নিস্তব্ধতায় এক বুক কষ্ট ধরে।
চোখের তারায় ক্লান্তি জমেছে তবু,
অলক ভরা শূন্যতা মিশে আছে তাতে।
শাড়ির ভাঁজে—চুমকির আভা খেলে,
হৃদয়ের ব্যথা তবুও কোথায় লুকাবে?
হয় কি স্মরণ, নদীর বাঁকে সেই ঘাটে,
সাঁঝের বাতাসে স্বপ্নেরা ছিলো মাখা?
আমার হাতে রেখেছিলে তুমি হাত —
"থাকবো এ-জনম সাথে, হারাবো না একা।"
তবু সে কথা কোথায় হারালে কবে?
সময়ের স্রোতে গেছে কি মিলিয়ে?
কালের রেখা ঢেকে দেয় প্রিয়মুখ,
কেন গেলে দূরে, শুধু স্মৃতিটুকু বিলিয়ে?