হে বিজয়
মুক্তির বিজয় চাই
মুক্তিযোদ্ধারা তোমরা কোথায়,
তোমারদের নাম কেন রাজাকারের তালিকায় যায়?
তোমার সন্তানরা কেন অন্ধকার কুঠরীতে ঘুমায়?
হে গুনীজন
জ্ঞানের মুক্তি চাই
তোমাদের জ্ঞান আজ কোথায়,
জ্ঞানের ব্যবহার কেন দূর্নীতিতে হয়?
হাতের কলম কেন অর্থে বিক্রি হয়?
হে সমাজ
তুমি বদলে যাও
অন্ধকারকে গলা টিপে হত্যা করে দাও,
সুরভিত সুবাশিত সভ্যতার আলো জ্বালাও
সমুদ্রের মতো আবর্জনাকে উপড়ে ফেলে দাও।
হে অতীত
তুমি রবীন্দ্রনাথকে এনে দাও
তুমি নজরুলকে এনে দাও,
ইতিহাসের প্রতিটি পাতা আমায় ফিরিয়ে দাও
না পারলে ওদের মিটিয়ে দাও।
হে বর্তমান
তুমি এক কাতারে দাঁড়াও
তোমার বিকশিত প্রদীপ শিখা জ্বালাও,
মাটির শত্রুদের সমূলে মিটিয়ে দাও
সমালোচকদের বুদ্ধি সুদ্ধি ফেরাও।
হে ভবিষ্যত
আমি তোমাকে দেখতে চাই
ভাষা সৈনিকদের গল্প শোনাই,
আমি বীরাঙ্গনা হতে চাই
অস্ত্র হাতে সেদিনের যুদ্ধ দেখতে পাই।
আজকের আয়োজনের আমরা সাতজনা
ভাই বন্ধু সহযোদ্ধা সমমনা,
ওদের কুদৃষ্টির বাধায় হারিয়ে যেতে মানা
জানি তুমি থামবে না, জানি তুমি থামবে না।