বৃষ্টি ঝরছে
আকাশ গনগন করছে
তুমুল আঘাতে আছড়ে পড়ছে,
দূরে গাছ দুটি ঠাঁয় দাঁড়িয়ে আছে
সামনের মহাসড়কে গাড়ি দৌড়াচ্ছে।
দক্ষিনের বাতাসে জোর ধরেছে
পানির ফোটা গুলো বাঁকা হয়ে
আমার কার্যালয় ভিজিয়েছে
সৃজনশীলতাকে ডুবিয়েছে।
পাখি গুলো সব হারিয়ে গেছে
গাছের তলে ঠাঁই নিয়েছে
ছানা সমেত গল্প জুড়েছে
সাথে কিছু গুড় মুড়ি রেখেছে।
বকের দল মাছ ধরেছে
পানকৌড়ি গুলো চুপসে গেছে
গরু গুলো সব ভিজে খাচ্ছেে
এরশাদ মিয়ায় মাছ ধরছে।