তাজা প্রাণের বিনিময়ে অর্জিত ভাষার কদর আজ কোথায়
বাংলা যেন তাদের বুকে আগুন জ্বালায়
উপনিবেশ বাংলা ভাষায় বার বার আঘাত করেছে
আজও তাদের বংশধররা আঘাত করছে
রক্তে বসবাস বাংলা ভাষার গভীরতা।
সুন্দরীরা বদনে জড়ায় ভাষার কারুকাজ
হুমায়ুন আহমেদের সাহিত্যে ভরপুর
সরল আর তরল বাংলা ভাষা
অন্তরে তাদের ইংরেজী সাহিত্যের বীজ
রক্তে বাংলা ভাষার গভীরতা।
বাঙ্গালী জাতির ভাষার শিকড় আজ নড়বড়ে
বাংলা একাডেমীতে সস্তায় বিক্রি হয় সম্মাননা
ছবি তুলে হতে চায় তারা প্রসিদ্ধ
সাহিত্যে দায়সারা কবিরা হয় সম্মানিত
রক্তে বাংলা ভাষার গভীরতা।
দেশ বিদেশ ঘুরে বহু জাতির সাথে মিশে
শেকড় থেকে শিখরে দেশ থেকে দেশান্তরে
বাঙ্গালী যেখানে বাংলা ভাষা সেখানে
সকল ভাষার চেয়ে মধুর ভাষা
আমার বাংলা ভাষা
রক্তে বাংলা ভাষার গভীরতা।