আমি সাম্যের গান গাই
সাম্য আমার মধ্যে নাই,

পুঁজিবাদের বিরুদ্ধে কই কথা
টাকার খেলায় মাতাল হই,

কম্যুউনিজম কোথায় হারায়
যখন ব্যর্থ মন্ত্রী হই?

অর্থের খেলায় হাবুডুবু আজ
আদর্শ তো ছবি ঝোলানো
নেতার কানে ফুল ফোটানো
ব্যানারগুলো টেনে ছেড়ানো।

ব্রিটিশ খেদাও, ব্রিটিশ খেদাও
সবার আগে ফিরিঙ্গি খেদা।

পাকিস্তানের চামড়া
তুলে নেব আমরা।

দেশ তুমি এগিয়ে যাও
ইতিহাস তুমি স্বাক্ষী থাকো,

শেখ হাসিনার উন্নয়নে ভাসো
জনতা তুমি আর একবার ভাবো।