হরিনাথ বাবু ছিল তার ছেলে কান্ত,
কাবলুর সাথে রোজ ফুটবল খেলত।
কাবলুর বাবা ছিল মসজিদে মোল্লা,
কেটে যেত বেলা তার জপে জপে আল্লা।
হরিনাথ বাবুও তা ধার্মিক বটে এক,
পূজো দিত বার মাস সব কিছু করে ত্যাগ।
ঈদ এলো, পূজা এলো রই রই করে রব,
হিন্দু কি মুসলিম উৎসবে মাতে সব।
হরিনাথ বাবু ভাবে বিষন্ন করে মন,
অভাবেতে হল বুঝি দুর্গার আগমন।
টাকা কড়ি নাই হাতে হরিনাথ ভাবে হায়,
" গাভিটাকে দেব বেচে এই ছাড়া নাই উপায়।"
কাবলুর বাবা ভাবে দিতে হবে কোরবান,
"যাই হোক বছরে তো ঈদ শুধু দুই খান"।
খাবে খাব মিলে গেল দরদামও মিটমাট,  
মোল্লার কাছে গাভী  দিল বেচে হরিনাথ।
হিন্দুর গাভী হল মুসলিমে কোরবান,
মৌলবী-টাকা দিয়ে দুর্গার জয়গান।
কাবলু ও কান্ত বেশ খুশি দুজনে,
ঈদ-পূজা দুটোতেই ছিল তারা সমানে।
আজ তারা নাহি বুঝে ইসলাম-সনাতন,
থাকবে কি চিরকাল মৈত্রির এ বাধন?