চারদিকে কত আলো…!  
তোমায় সে আলোয় খুজেছি আমি হন্যে হয়ে! সকাল, দুপুর কিন্বা বিকেল…! নাহ! পাইনি। সারাটা দিন তোমায় খুজে ফিরে  যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন নিরাশ মনে ঘরে ফিরছিলাম আমি। হঠাৎ  পশ্চিম আকাশে আমি প্রথম দেখি তোমার আগমনী বার্তা…! আমি তখন আর এক মুহূর্ত দেরি না করে আবারও খুজতে শুরু করি তোমায় পৃথিবীর বুকে। খুজতে, খুজতে কখন যে আমি হারিয়ে গেলাম রাতের গভীর অন্ধকারে তা আমার মালুমও হয়্নি। হঠাৎ  চমকে যাই আমি। একি দেখছি আমি.! আমি দেখি পৃথিবীর মাঝে  
" অন্ধকার রাত্রি"  হয়ে চুপ করে রয়েছো তুমি। আর তখনই আমি খপ করে ধরে ফেললাম তোমার হাত। সেই থেকে
"অন্ধকার রাত্রি" তুমি শুধুই আমার!!


( সারমর্মঃ এক পাগল প্রেমিক! দিনের আলোর মতই পবিত্রতা ও স্বচ্ছতায় ফিরে পেতে চেয়েছিল তার হারানো ভালোবাসাকে। কিন্তু হারানো ভালোবাসা তা তো কেবল অন্ধকারেই ঢাকা। সে যুবক পায়নি ফিরে দিনের আলোয় তার হারানো ভালোবাসাকে। তাইতো সে এখন গভীর অন্ধকার রাত্রিতে  নেশা গ্রস্থ হয়ে খুজে যায় তার ভালোবাসা কে নেশার বস্তুতে। কখনো সে খুজে পায় আবার কখনো পায়না।কিন্তু অন্ধকারকে সে আপন করে নিল সারাজীবনের জন্য।)