অসন্তোষের মৃতদেহ নিয়ে ঘাড়ে
এগিয়ে যাই পুস্তক মেলার দিকে,
মিশে যাই অক্ষরের বাতাসে হৃদয় জুড়াবো বলে,
কিন্তু দেখে চতুর্দিক; মনটা কেমন যেন হয়ে আসে ফিকে।
এগিয়ে যেতে যেতে দেখি
প্রিয় অক্ষরমালা রক্ত পেয়ালায় ভাসে,
কেমন অসহায় যেন
কেউ নেই তাদের পাশে।
তবুও এগুতে হয় ফেলে বাড়াবাড়ি,
এগিয়ে যাওয়ার নামই একুশে ফেব্রুয়ারী।