প্রতিদিন চোখের সামনেই
আমাদের অগণন শস্য যায় চুরি,
দেখি বাধ্য বশংবদ; অভ্যস্ত কানে
শুনি শিশুদের চিৎকার ভূরি ভূরি।
বিরান শস্য ক্ষেত , মাঠ ঘাট
পুড়ে ছাই দুপুরের খরতাপে
প্রাত্যহিক আশা- ভালবাসা যাচ্ছে পুড়ে
মরীচিকাসম নিদারুণ মনস্তাপে!
হৃদয়হীন নিদারুণ সভ্যতায়
কাটা পড়ছে সব ক'টি বট,
পারদের মত উঠানামা করছে ভালবাসা
এক এক করে খুলে যাচ্ছে প্রত্নসম্পর্কের জট।