১.পূর্নিমার চাঁদ কেন তোমার এত দুখ
মেঘের চাদরে সদা ঢেকে রাখো মুখ;
স্যাঁতসেঁতে অন্ধকারে ভিজে
তোমারো কি হয়েছে মনমরা অসুখ ?
২.নদীর জলে মাছেরা সব কাঁপছে ভয়ে থরোথরো
আসছে তেড়ে বোয়াল মাছটি দেখতে যাহা ইয়া বড়ো;
মৎস্য সমাজে ইহাই হলো মৎস্যন্যায়-
মনুষ্য সমাজেও এই ভয়েতে সবাই আজ জড়োসড়ো।