নদীর কাছে গিয়ে দেখি জল নেই
পার্কে গিয়ে দেখি ছায়া নেই
আকাশে জমাট মেঘ - বৃষ্টি নেই
আমি এখন কোথায় যাই ?
কোথায় যাই, কোথায় ?
পুস্পিত পল্লবে যেন পেলবতা নেই
সাগর সৈকতে নেই প্রচ্ছন্নতার ভাব
সবদিকে কি যেন নেই, কি যেন নেই
রাজপথে কতিপয় পথভ্রষ্ট ভ্রান্ত বালক
কোন যোগ্য কান্ডারী নেই
নেই যোগ্য চালক।
আজ দিকে দিকে প্রয়োজন সত্যান্বেষী যুগের মুয়াজ্জিন
যার বিপ্লবী আজানে জাগবে ঘুমন্ত জাতি।
ফররুখ, হে যুগের নকিব অকুতোভয় নাবিক সিন্দাবাদ,
তোমায় প্রয়োজন করতে দিলে আজাদীর আবাদ।